Logo

অপরাধ    >>   তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা দায়ের হয়নি, পুলিশ হামলাকারীদের সন্ধানে

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা দায়ের হয়নি, পুলিশ হামলাকারীদের সন্ধানে

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা দায়ের হয়নি, পুলিশ হামলাকারীদের সন্ধানে

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আজ শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই থানায় মামলা দায়ের হবে।

তিনজনকে আটক করা হলেও, তাঁদের সংশ্লিষ্টতা ছিনতাইসহ অন্যান্য অপরাধের সঙ্গে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওসি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় কিছু বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থল থেকে কেরোসিনভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে।” 

এ ঘটনায় আহত পাঁচজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁরা হলেন দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬), এবং মো. রমিজ উদ্দিন (৩০)। তাঁরা বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

 

গতকাল শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপের পর সামান্য আগুন ধরে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান, পূজামণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে বোতলটি ছুড়ে মারে। স্বেচ্ছাসেবকেরা তাঁদের থামাতে গেলে ছুরিকাঘাত করা হয়, এতে পাঁচজন আহত হন।

আটক তিনজন হলেন গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩), এবং নোয়াখালীর মো. জীবন (১৯), যাঁরা বর্তমানে কোতোয়ালি থানার হেফাজতে আছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert